নতুন পুলিশ কমিশনার পেল গাজীপুর, ৬৩ পুলিশ কর্মকর্তার বদলি

ডেস্ক রিপোর্ট
  ১১ নভেম্বর ২০২৪, ২৩:৫২

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. নাজমুল করিম খান। এছাড়া ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার আরও ৬৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি পৃথক আদেশে এসব কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলির তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ।