ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
  ১২ নভেম্বর ২০২৪, ২২:২২

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন মালিক সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গত তিনমাসের বিষয়ে সবাই সন্তোষ জানিয়েছে যে গণমাধ্যমের পরিস্থিতি উন্নতি হয়েছে। তারা বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করতে পারছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেরকম একটি নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল এবং নানান সংস্থা থেকে নানানভাবে তাদের ফোন করে হেনস্তা করা হতো। সংবাদগুলোকে পক্ষপাতিত্ব করানো হতো, সেই জিনিস অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হবে না বলে প্রথমেই প্রতিশ্রুতি দিয়েছিলাম। সবাই যেটা বলেছেন এ স্বাধীনতা কীভাবে টেকসই হতে পারে। যাতে এটা চলমান থাকে এবং এ অন্তর্বর্তী সরকারের পর যেকোন সরকার আসলেও যাতে আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারি। কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে।
তিনি বলেন, বিগত সরকারের সময় অনিয়ম, দুর্নীতি হয়েছে সেটি হয়তো সেসময় প্রচার করা সম্ভব হয়নি। এখন হয়তো সেই সময় এসেছে। সেই তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে তাদের বিচারের আওতায় আনা হবে। এটি চলমান।