যাদের বিরুদ্ধে গণহত্যার অকাট্য প্রমাণ পাওয়া যাবে, তাদের কেউ ছাড় পাবেন না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
চার পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার পর মঙ্গলবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আজকে দুটি আবেদন তুলে ধরা হয়েছে। তার একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাকির হোসেনসহ চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম এবং আপনাদের ক্যামেরায় ধরা পড়েছিল যে একজন তরুণকে আহতাবস্থায় উদ্ধার করে যখন তার সহকর্মী নিয়ে যাচ্ছিলেন, তখন সে স্বাভাবিক অবস্থায় বেঁচেছিল, তার পায়ে আঘাত ছিল সামান্য, সেই ছেলেটিকে কাছে গিয়ে বুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে এবং তার মরদেহটিও নানাভাবে বিকৃত করা হয়। সে হচ্ছেন যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি জাকির হোসেন। তিনি এখন পলাতক। জাকির হোসেনসহ আরও চারজন পুলিশ কর্মকর্তা, যারা যাত্রাবাড়ীর অ্যাট্রোসিটির (হত্যাযজ্ঞ) সঙ্গে জড়িত, যাদের বিরুদ্ধে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি—এ রকম চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন।’
তিনি আরও বলেন, হয়রানির শিকার হতে পারে ভেবে পুলিশ বাহিনী নানাভাবে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছে। কোনো নির্দোষ পুলিশ কর্মকর্তাকে হয়রানি করা হবে না বলে জানান তিনি। যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাওয়া যাবে, তাদের কেউ ছাড় পাবেন না বলেও জানান।