আ. লীগের মিটিং চলছে বলে মারধর

বিএনপি নেতার নেতৃত্বে রাতের আঁধারে ডিপো দখল

ডেস্ক রিপোর্ট
  ১৩ নভেম্বর ২০২৪, ১২:২৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে দলবল নিয়ে একটি ডিপোতে প্রবেশের পর আওয়ামী লীগের মিটিং চলছে বলে শুরু হয় মারধর। এরপর ডিপোর কর্মীদের বের করে দেওয়া হয় রাতের আঁধারে। ভাটিয়ারীর স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে চলে সিনেমা স্টাইলে দখলদারি।
ডিপো কর্তৃপক্ষের অভিযোগ, সোমবার রাতে ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে শতাধিক লোকজন অস্ত্র নিয়ে ডিপোর কর্মীদের মারধর করে। এরপর তাদের ডিপো থেকে বের করে দেওয়া হয়। ডিপোতে প্রায় ৫ কোটি টাকার মালামাল ছিল, সেগুলো লুটপাট করা হচ্ছে। সেখানে থাকা একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, তাহসিন এন্ড ব্রাদার্স নামে ওই ডিপোর জায়গাটির মালিক চট্টগ্রাম-৪ আসনের সাবেক এমপি এস এম আল মামুন। তার কাছ থেকে জায়গা ভাড়া নেয় তাহসিন এন্ড ব্রাদার্স। সেখানে লোহার ডিপো করে প্রতিষ্ঠানটি। ৫ আগস্টের পর থেকে এমপি মামুন আত্মগোপনে রয়েছেন। এই সুযোগে তার জায়গা দখলে নিতে চাচ্ছে বিএনপির লোকজন। 
তাহসিন এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী ওসমান বলেন, ‘আওয়ামী লীগের মিটিং চলছে বলে প্রথমে ডিপোর কর্মীদের মারধর শুরু হয়। আমার ভাইকেও মারধর করা হয়। এরপর সবাইকে বের করে দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এদের নেতৃত্বে ছিল বিএনপি নেতা খোরশেদ। সোমবার রাত থেকে আমাদের কোনো লোকজন ডিপোতে নেই। ডিপোতে ৫ থেকে ৬ কোটি টাকার মালামাল আছে। সেগুলো তারা লুটপাট করছে।’
পুলিশকে জানানোর পর কোনো প্রতিকার পাননি জানিয়ে তিনি বলেন, ‘ডিপোর ঘটনাটি আমার স্ত্রী পুলিশকে জানিয়েছে। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ 
অভিযোগের বিষয়ে ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ওই ডিপোতে স্বৈরাচারের দোসর অনেক অস্ত্রধারী সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী অবস্থান করেছিল। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের তাড়িয়েছে। তাদের অস্ত্র বহনকারী একটি প্রাইভেট কারও আটক করা হয়েছে। এই প্রাইভেট কার থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এই বিষয়ে জানতে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানকে মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি। 
তবে থানার সেকেন্ড অফিসার রাজিব পোদ্দার  বলেন,  ডিপো দখলের বিষয়ে কোনো তথ্য জানা নেই। এ ছাড়া অস্ত্রসহ কার আটকের বিষয়ও জানেন না তিনি।