জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ হাসিনা পালিয়ে প্রমাণ করেছেন তিনি অপরাধী। ছাত্র-জনতার গণ বিস্ফোরণের মুখে তাকে এমনভাবে পালিয়ে যেতে হয়েছিল যে তিনি দুপুরের খাবার খাওয়ারও সুযোগ পাননি। লাখ লাখ শ্রমজীবী মানুষের খাবার কেড়ে নিয়ে, মিল বন্ধ করে তাদের বেকার করে যে অপরাধ করেছেন তার ফল শেখ হাসিনাকে ভোগ করতে হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনার নামে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে দুইশ’র বেশি মামলা হয়েছে। যে ট্রাইব্যুনালে মিথ্যা বিচার দিয়ে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিলেন। সেই ট্রাইব্যুনালে আপনার বিচার হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ হাসিনা পালিয়ে প্রমাণ করেছেন তিনি অপরাধী
গোলাম পরওয়ার বলেন, আপনারা তো মাওলানা নিজামী, আল্লামা সাঈদী ও মুজাহিদদের বিচার করতে গিয়ে মিথ্যা গাল-গল্প, মিথ্যা এজাহার, মিথ্যা সাক্ষী, মিথ্যা বাদী, মিথ্যা বিচারক বানিয়ে ফাঁসি দিয়েছিলেন। শেখ হাসিনার ফাঁসি দিতে মিথ্যা লাগবে না। সত্য ঘটনা দিয়ে শতবার তাকে ফাঁসি দেওয়া যাবে।
খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজির সভাপতিত্বে সমাবেশে সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়াও বিএল কলেজ শিবিরের সাবেক সভাপতি মুনসুর আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল, বিএল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, শিবিরের খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, খালিশপুর থানা জামায়াতের আমির ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমির ফোরকান উদ্দিন মিঠু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান, ক্বারি আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।