কনফারেন্স অব পার্টিস-২৯ (কপ-২৯) শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদানের জন্য বাকু সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
১২ নভেম্বর আজারবাইজান সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা দেশটির রাজধানী বাকুতে কপ-২৯ এর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। এ দিন বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ২০ জন শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
তিনি কপ-২৯ ভেন্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সাথে সাক্ষাৎ করেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সঙ্গেও সাক্ষাৎ করেন।
এছাড়া বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ঘানার প্রেসিডেন্ট, বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী, রুয়ান্ডার প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট, বার্বাডোসের প্রধানমন্ত্রী, ব্রাজিল ও ইরানের ভাইস প্রেসিডেন্ট, ফিফার প্রেসিডেন্ট এবং আইওএম মহাপরিচালকের সঙ্গেও সাক্ষাৎ করেন ড. ইউনূস।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান উপদেষ্টা কপ২৯-এ ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। তিনি জলবায়ু বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষার লক্ষ্যে শূন্য বর্জ্য এবং শূন্য কার্বনের উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা তৈরির আহ্বান জানান।
তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে স্বল্পোন্নত দেশের উচ্চ পর্যায়ের বৈঠকসহ সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন।
আজ বৃহস্পতিবার কপ-২৯ জলবায়ু সম্মেলনস্থলে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অ্যালকমিনের স্ত্রী লু অ্যালকমিনও সম্মেলনের ভেন্যুতে প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।