বিশ্ব মন্দা বাজারে দাপট দেখালো বিমা

নিজস্ব প্রতিবেদক
  ০৭ জানুয়ারি ২০২৩, ১৩:৩২

গত সপ্তাহজুড়ে মন্দার মধ্য দিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। এই মন্দা বাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিমা খাতের কোম্পানিগুলো। গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের দাম বাড়ার দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে আটটিই ছিল বিমা খাতের কোম্পানি।
এর মধ্যে গত সপ্তাহে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। ফলে সপ্তাহজুড়ে ডিএসইতে এই কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের উত্থান ঘটেছে।
শেয়ারবাজারে নতুন লেনদেন শুরু হওয়া এই কোম্পানিটির শেয়ারের দাম গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। এতে এক সপ্তহেই দাম বেড়েছে ৫৯ দশমিক ৭৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪৪ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ২৮ টাকা ১০ পয়সা।
মূল্যে বড় ধরনের উত্থান হলেও যেসব বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার আছে, তাদের বড় অংশই তা বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৮ লাখ ৮৮ হাজার টাকা।
ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ, শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং এবং আইপিও খরচ খাতে ব্যয় করতে শেয়ারবাজার থেকে এই বিমা কোম্পানিটি ২০ কোটি ২৬ টাকা উত্তোলন করেছে। এ জন্য প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ১০ টাকা করে কোম্পানিটি ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি সাধারণ শেয়ার বিক্রি করেছে।
শেয়ারবাজার থেকে টাকা তোলার পর গত ১৮ ডিসেম্বর থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু করে কোম্পানিটি। এরপর এখন পর্যন্ত যে কয় কার্যদিবস লেনদেন হয়েছে, তার প্রতিদিন দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে কোম্পানিটির শেয়ার।
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহে ছিল সি পার্ল বিচ রিসোর্ট। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৩ দশমিক ৬৬ শতাংশ। এর পরেই রয়েছে প্রগতী লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৯ দশমিক ৬১ শতাংশ।