জামিনে মুক্ত হলেন ফখরুল-আব্বাস

নিজস্ব সংবাদদাতা
  ১০ জানুয়ারি ২০২৩, ১২:৫৫

এক মাস পর জামিনে কারামুক্ত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল সোমবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে কেরানীগঞ্জের ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে এই দুই শীর্ষ নেতা মুক্ত হন।
সাদা পাজেরো জিপে করে প্রথমে বিএনপি মহাসচিব কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসনে। ছাদখোলা গাড়ির ভেতর থেকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এরপরই আরেকটি গাড়িতে কারাগারের প্রধান ফটকে আসেন মির্জা আব্বাস। তিনিও গাড়ির ভেতর থেকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। এরপর সেখান থেকে এ দুজন যান নয়াপল্টনে; বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তারা।
বিএনপি মহাসচিব বলেন, সরকার পতনে আন্দোলনের বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার দলীয় নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। তাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অত্যাচার, নির্যাতন, জুলুম করে আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের পেছনে হটার আর পথ নেই। আমাদের সামনে এগোবার পালা। আন্দোলনের মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। আমরা যে আন্দোলন শুরু করেছি, তাতে কামিয়াব হব। ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
মির্জা আব্বাস বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, খুব শিগগির। কারাবন্দি অবস্থায় নিজের পরিবারের খোঁজ-খবর নেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, আজ আমাদের কারামুক্তি একটি আনন্দের ব্যাপার। তবে আমাদের হাজার হাজার নেতাকর্মী এখনো জেলে বন্দি। তাদের দুঃখ-দুর্দশার কথা বলে বোঝাতে পারব না। আমি সরকারের কাছে অনুরোধ করব, তাদের সঙ্গে মানবিক আচরণ করুন।