বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম হবে মুক্ত বিহঙ্গের মতো

খোকন
ডেস্ক রিপোর্ট
  ২১ নভেম্বর ২০২৪, ২১:২১

সাংবাদিকদের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, দীর্ঘ ১৫ বছর আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেননি। অবৈধ সরকার আপনাদের গলা টিপে ধরেছে। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, আপনারা নিশ্চিত থাকতে পারেন তারেক রহমানের নেতৃত্বে সংবাদপত্রের স্বাধীনতা খুঁজে পাবেন। মুক্ত বিহঙ্গের মতো আপনারা আপনাদের সংবাদ পরিবেশন করবেন, যেখানে কোনো বাধা থাকবে না।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত শেষে শাহরাস্তি প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন।
সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে খোকন বলেন, বিএনপি এরইমধ্যে জানিয়েছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ এই সরকার ১৮ কোটি মানুষের আন্দোলনের ফসল। (তবে) সংস্কারের নামে মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, মানুষ যাতে দিকহীন না হয়ে যায়। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুক করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। নির্বাচিত সরকার বাকি সংস্কার কাজ সম্পন্ন করবে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা আবুল বাসার, ইয়াসির আরাফাত অনিক উপস্থিত ছিলেন।