ছাত্রশিবির দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে বলে উল্লেখ করেছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। শনিবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজিবুর রহমান পলাশ বলেন, সব বাধা ও প্রতিকূলতাকে ডিঙিয়ে নিয়মতান্ত্রিক এবং আদর্শিক পন্থায় সমৃদ্ধ দেশ গঠন করা ছাত্রশিবিরের লক্ষ্য। যে কোনো মূল্যে শিবির জাতির প্রত্যাশা পূরণে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবে। কিন্তু এ দীর্ঘ পথ চলার প্রতিটি বাকে ছাত্রশিবিরের নেতাকর্মীদের সীমাহীন ত্যাগ স্বীকার করতে হয়েছে।
তিনি আরও বলেন, ছাত্রশিবিরের এই ত্যাগ বৃথা যায়নি। এই প্রচেষ্টা জাতিকে একটি সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় দুর্জয় কাফেলা উপহার দিতে সক্ষম হয়েছে। শিবিরের পতাকা তলে আজ লাখো তরুণ সৎ, যোগ্য ও ন্যায়ের ভিত্তিতে দেশ গঠনের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ।
ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি বলেন, স্বৈরাচারী সরকার দেশে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করে রেখেছিল। যার কারণে মেধাবী শিক্ষার্থীদের প্রকাশ্যে সংবর্ধনা দেওয়ার সুযোগ হয়নি। বর্তমানে আমরা আমাদের আদর্শ প্রচারের সুযোগ পেয়েছি। আমরা চাই একজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে।
অনুষ্ঠানে চট্টগ্রামের উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাজিদ চৌধুরীর সভাপতিত্বে ও উত্তর জেলা শিবিরের সেক্রেটারি মাইনুদ্দিন রায়হানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি মো. নাহিদুল ইসলাম।