‘শেখ হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছেন’

ডেস্ক রিপোর্ট
  ২৩ নভেম্বর ২০২৪, ২২:৪৩

শেখ হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, রায়পুরে আমি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছি। আমি প্রতিষ্ঠা করায় শেখ হাসিনা কলেজটি এমপিওভুক্ত করেননি। একজন প্রস্তাব নিয়ে এসেছিলেন, বেগম ফজিলাতুন্নেছা কলেজ নামকরণ করা হলে এমপিওভুক্ত করা হবে। এটি ছিল আওয়ামী লীগের কাছে দলীয়করণের সর্বোচ্চ প্রভাব। এখন কোথায় তাদের দল? এখন মুখেও কেউ আওয়ামী লীগের নাম নেয় না। শেখ হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছেন। আওয়ামী লীগ রেখে তিনি পালিয়েছেন। আমাদের এই উপমহাদেশে কোনো রাষ্ট্রনায়ককে এভাবে পালাতে দেখিনি।
তিনি বলেন, গঠনমূলক ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারি, তাহলে দারিদ্রতা ও বেকারত্ব থেকে দেশকে মুক্ত করতে পারবো। মানুষের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা হবে।
সমমনা ঐক্য পরিষদের সভাপতি কামাল হোসেন বিলাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী এইচ আল রশীদ পাটওয়ারী টিটু, সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল করিম রাব্বী প্রমুখ।