পঞ্চগড় জেলা প্রশাসকের বিরল দৃষ্টান্ত

৫৬ টাকায় ডিসি অফিসে চাকরি পেলেন ১৯ জন

পঞ্চগড় সংবাদদাতা
  ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৭

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে ২০তম গ্রেডের ১৯ চাকরিজীবী। মাত্র ৫৬ টাকায় আবেদন করেই চাকরি পেয়েছেন তারা। মঙ্গলবার বিকেলে তাদেরকে পরিচিতি সভার মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এর আগে গত ৬ ফ্রেব্রুয়ারি তাদের বাড়িতে বার্তাবাহকের দ্বারা ফুলের তোড়াসহ নিয়োগ আদেশ পৌঁছে দেয়া হয়। 
পরিচিতি সভায় জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, গত সেপ্টেম্বর মাসে সাধারণ প্রশাসন বিভাগে ১৪ জন এবং সার্কিট হাউসে ৫ জন জনবল নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়। আবেদন করতে চাকরি প্রার্থীদের ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক সার্ভিজ চার্জ বাবদ ৬ টাকা খরচ হয়। এর আগে জাতীয় ও স্থানীয় দৈনিকে বিজ্ঞাপন দেয়া হয়। রাস্তার মোড়ে মোড়ে জনসচেতনামূলক ব্যানার টানানো হয়। এসব ব্যানারে লেখা হয় চাকরির জন্য কাওকে টাকা বা তদবির করবেন না। এ ব্যাপারে জনসচেতনামূলক মাইকিংও করা হয়। 
গত ৩ ফেব্রুয়ারী লিখিত পরীক্ষায় ৫ হাজার ২৯ জন অংশ গ্রহণ করে। এই পরীক্ষায় উত্তির্ণ হয় ৯৯ জন। ৪ ফ্রেব্রুয়ারি তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় অফিস সহায়ক পদে ৮ জন, নিরাপত্তা প্রহরী ৩ জন, পরিচ্ছন্নতা কর্মী পদে ৪ জন, মালি পদে ২, বেয়ারার পদে ২ জনসহ মোট ১৯ জনকে নিয়োগ দেয়া হয়। এসব পদে চাকরি পেতে তাদের কোনো তদবির বা অবৈধ টাকা খরচ করতে হয়নি।