সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, এটি আমাদের সকলের নিরাপত্তার বিষয়। সচিবালয়ে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিল থাকে। ফলে এ বিষয়টিকে সরকার খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। যার জন্য স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সচিবালয় অগ্নিকাণ্ড নাশকতা বলে তারা ধারণা করছেন কি না- একজন গণমাধ্যমকর্মী এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার ধারণার ওপর কোনো মন্তব্য করতে পারে না। সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে, উচ্চপর্যায় তদন্ত কমিটি গঠন করেছে।
আগুন নেভাতে কয়েক ঘণ্টা লেগেছে, আরও আগে আগুন নেভানো যেতো কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠিত
সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।