অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের শিক্ষার্থী ড. শহিদুল হাসান স্বপন ও একই ডিসিপ্লিনের ০৩ ব্যাচের শিক্ষার্থী ড. সাবরিনা আহমেদ পাপড়ি।
শনিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী ওয়ালপোল শহরের সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে তাদের দুই সন্তান সমুদ্রের পানিতে ডুবে যেতে লাগলে স্বপন ও পাপড়ি দ্রুত তাদের উদ্ধার করতে সমুদ্রে নামেন। সন্তানদের জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তারা নিজেরা পানিতে তলিয়ে যান। স্থানীয় পুলিশ সমুদ্র সৈকত থেকে তাদের লাশ উদ্ধার করে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম ইউআরপি ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী স্বপন ও পাপড়ির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি বলেন, ‘ইউআরপি ডিসিপ্লিনের দুই কৃতি শিক্ষার্থী ড. শহিদুল হাসান স্বপন ও ড. সাবরিনা আহমেদ পাপড়ি সন্তানদের বাঁচাতে গিয়ে তাদের এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’