সাকিব আল হাসন, কখন কী করেন, কোথায় যান বা থাকেন- তার সঠিক খবর বিসিবির পক্ষেও রাখা সম্ভব নয় সম্ভবত। আইপিএল খেললে এখন থাকতেন ভারতে; কিন্তু যেহেতু আইপিএল খেলছেন না, আবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝেও বেশ সময় বাকি, তো সাকিব কী করবেন? তা জানতে ভক্ত-সমর্থক তো দূরে থাক, গলদগর্ম হতে হয় সাংবাদিকদের।
জানা ছিল, মাগুরায় ঈদ করে ঢাকায় ফিরে দলের সঙ্গে সিলেটে যাবে অনুশীলন করতে; কিন্তু না, তিনি সিলেট যাচ্ছেন না। শুধু যাচ্ছেন না বললে ভুল হবে। তিনি এখন দেশেই নেই। অনেকটা নীরবে যুক্তরাষ্ট্রে স্ত্রী-কন্যার কাছে চলে গেছেন বাংলাদেশ টেস্ট এবং টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক।
শনিবার মা-বাবা সঙ্গে মাগুরায় ঈদ উদযাপন করেছেন সাকিব। এরপরদিনও দেখা গেছে তিনি শৈশবের বন্ধুদের সঙ্গে আনন্দ, হই-হুল্লোড় করছেন, পাড়ার মোড়ে চা-দোকানে চা খাচ্ছেন, বাড়ি বাড়ি বেড়াচ্ছেন কিংবা বন্ধুদের সঙ্গে লং ড্রাইভে যাচ্ছেন।
তবে সোমবারই ঢাকায় ফিরে সোজা বিমানবন্দরে চলে যান সাকিব। সেখান থেকে উড়াল দেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জাগোনিউজকে এ তথ্য জানিয়ে বলেছেন, ‘সাকিব সিলেটের অনুশীলন পর্বে থাকছেন না। তিনি যুক্তরাষ্ট্র থেকেই সোজা ইংল্যান্ডের চেমসফোর্ডে এসে দলের সঙ্গে যোগ দেবেন। এ সময়টার জন্য তিনি ছুটি নিয়ছেন।’
ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ চলাকালেই সিদ্ধান্ত হয় এবারের আইপিএল খেলতে যাবেন না সাকিব। আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরপরই প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামেন তিনি। আবার মোহামেডানের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের শ্যুটিংয়ে যোগ দিতে চলে যান ভারতের মুম্বাইতে।
কথা ছিল, মুম্বাই থেকে চলে যাবেন দুবাই। সেখান থেকে ওমরা করতে যাবেন সৌদি আরব। ওমরা শেষ করে যাবেন যুক্তরাষ্ট্রে স্ত্রী-কন্যাদের কাছে। কিন্তু না, সিদ্ধান্ত পাল্টান সাকিব। দুবাই থেকে ওমার করতে যাননি। চলে আসেন দেশে এবং ঈদের একদিন আগেই মাগুরা চলে যান ঈদ-উল ফিতর উদযাপন করার জন্য।