এশিয়া কাপ খেলে বিশ্রামে আছেন সাকিব আল হাসান। খেলছেন না নিউজিল্যান্ড সিরিজও। এই সময়টা পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। সোমবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে পুরো পরিবার নিয়ে দারুণ সময় কাটিয়েছেন তিনি। এমন সময় সাকিব যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন, যখন পুরো দেশ বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে আলোচনায় ব্যস্ত।
সোমবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সপরিবারে দেখা করেছেন বাঁহাতি অলরাউন্ডার। তিন সন্তানসহ স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রদূতের বাসায়। হাসের সঙ্গে আড্ডার পাশাপাশি ক্রিকেটও খেলেছেন সাকিব। সাকিবের স্ত্রী উম্মে আল হাসান ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ বেশ ভালোই হয়েছে। ক্রিকেট ও বাস্কেটবল খেলে বিকালটা দারুণ কেটেছে। এমন আতিথেয়তায় সত্যিই মুগ্ধ।’
ছুটি শেষ হয়ে যাচ্ছে সাকিবের। বুধবার দুপুরের পর ভারতের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ দল। প্রায় ৫৫ দিনের সফর শেষে আগামী মাসের মাঝামাঝি দেশে ফিরবে সাকিব-বাহিনী। ফিরেও শান্তি নেই, খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।