ভরা মৌসুম থাকলেও রমজানকে টার্গেট করে সিলেটের বাজারে কয়েকটি সবজির দাম বেড়েছে। বিশেষ করে বেড়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর দাম। একইসঙ্গে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে শসা, গাজর ও বেগুনের দাম। তবে সবচেয়ে বেশি বেড়েছে লেবুর দাম। এক হালি লেবু ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতেও দেখা গেছে।
রোববার (২ মার্চ) বিকেলে সিলেটের বন্দরবাজার, আম্বরখানা, মদিনা মার্কেট ও রিকাবীবাজারে এই চিত্র দেখা গেছে। দুদিনের ব্যবধানে ইফতারের অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত সবজি ও পণ্যের দাম বেড়ে যাওযায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
নগরীর মদিনা মার্কেট এলাকায় এক হালি লেবু ৮০-১০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। একই লেবু আম্বরখানা এলাকায় ১০০ টাকা ও রিকাবীবাজারে ১৫০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। অথচ কয়েকদিন আগে প্রতি হালি লেবুর দাম ছিল ২০-২৫ টাকা।
ইফতারের অনুষঙ্গ গাজর, বেগুন ও শসার দামও বেড়েছে কেজিতে ১০-১৫ টাকা। মদিনা মার্কেট এলাকায় প্রতিকেজি বেগুন ৭০-৮০ টাকা, শসা ৫০-৬০ টাকা, গাজর ৫০-৬০ টাকা ও কাঁচামরিচ ৮০-৯০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। একইভাবে বন্দরবাজার, আম্বারখানা ও রিকাবীবাজারে প্রায় সমান দরে বিক্রি হচ্ছিল এসব সবজি।
বিক্রেতারা বলছেন, আড়ত থেকে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। প্রতিহালি লেবুর দাম আড়তেই ৭০-৮০ টাকা। ইফতারের সময় শরবতের চাহিদা থাকায় লেবু সহজে মিলছে না। সবমিলিয়ে দাম আরও বেশি হয়েছে।
মদিনা মার্কেট এলাকার ব্যবসায়ী সামাদ আহমদ বলেন, ‘আড়তে সবজির দাম মুহূর্তে পরিবর্তন হয়। রমজান উপলক্ষে কিছু কিছু সবজির দাম আড়তেই বাড়তি ছিল। আমরা ৫-১০ টাকা লাভে সবজি বিক্রি করছি। খুব বেশি দরে বিক্রির সুযোগ নেই।’
একই মার্কেটের লেবু বিক্রেতা আসাদ উদ্দিন বলেন, ‘বাজারে লেবু নেই। আড়ত থেকে মাত্র ১০ হালি লেবু এনেছি। প্রতিহালি লেবুর দাম আড়তেই ছিল ৭০-৮০ টাকা। কম দামে বিক্রি করলে আমাদের কেনা দামই উঠবে না।’
আম্বরখানা এলাকায় বাজার করছিলেন মিফতা হাসান। তিনি বলেন, ‘বাজারে সবজির যথেষ্ট সরবরাহ রয়েছে। তারপরও কিছু কিছু সবজির দাম কেজিতে অন্তত ১০ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে লেবুর দাম। বিক্রেতারা একহালি লেবুর দাম ১০০-১২০ টাকা হাঁকাচ্ছেন। এক-দুদিনের ব্যবধানে এত দাম বাড়াটা দুঃখজনক।’
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (সিলেট মেট্রো) দেবানন্দ সিনহা বলেন, যেসব বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে সেখানে অভিযান পারিচালনা করা হবে।