সিলেটে ৫.৬ মাত্রার ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
  ০৫ মার্চ ২০২৫, ২৩:১৩

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। যার উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার বর্ডার লাইন।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ১১টা ৩৬ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার বর্ডার লাইনে। যা ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে।
এদিকে ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।