বাবা-মা হলেন পাকিস্তানি তারকা দম্পতি

বিনোদন ডেস্ক
  ১৯ মার্চ ২০২৫, ১৯:৩৮

পাকিস্তানের অভিনয় তারকা দম্পতি সাবুর আলি এবং আলি আনসারি। তারা তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। তারা মেয়ে সন্তানের বাবা-মা হয়েছেন। জানা গেছে, মেয়ের নাম রাখা হয়েছে সেরিনা আলি।
মঙ্গলবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই সুখবরটি শেয়ার করেন এই দম্পতি। তাদের পরিবারের নতুন সদস্যকে ‌‌‘আমাদের ছোট্ট মিরাকল, আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ’ হিসেবে অভিহিত করেন তারা।
পোস্টে দম্পতি আরও বলেন, ‘সবচেয়ে ছোট হাতের দৃশ্য সবচেয়ে বড় প্রভাব ফেলছে, এটা বিশ্বাস করা কঠিন।’ পাশাপাশি, তারা জানিয়েছেন, মেয়েটির জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে।
সাবুর আলি এবং আলি আনসারি দম্পতি তাদের সন্তান আগমনের খবর এতদিন গোপন রেখেছিলেন। কিছু অনলাইন পোর্টাল গুঞ্জন হিসেবে এটি প্রকাশ করেছিল। অবশেষে সেটি সত্যি হলো।
পাকিস্তানের অনেক তারকারা সাবুর আলি ও আলি আনসারিকে শুভেচ্ছা জানাচ্ছেন।