প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হবে চার নারী ক্রীড়াবিদ

ডেস্ক রিপোর্ট
  ১৭ এপ্রিল ২০২৫, ২০:২৪

আগামী ২২ ও ২৩ এপ্রিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার সফরে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হবেন চার নারী ক্রীড়াবিদ।
এই চার নারী ক্রীড়াবিদের মধ্যে দুজন ফুটবলার এবং দু’জন ক্রিকেটার। দুই ফুটবলার হলেন আফঈদা খোন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম আজ ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এই চার নারী ক্রীড়াবিদ। এই সফর এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তারা ছিলেন খুব আনন্দিত। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে তারা সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।