সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে ছুরিকাঘাত

ডেস্ক রিপোর্ট
  ২৫ জুলাই ২০২৫, ১৮:৪১

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার আগের রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রনেতার নাম তৌফিক ওমর তানভীর (২২)। তিনি সংগঠনটির সিলেট মহানগরের একজন সংগঠক।
এদিকে হামলার ঘটনায় মারুফ আহমদ নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়।
আটক মারুফ আহমেদ (১৮) সিলেট মহানগরের আখালিয়া এলাকার নোয়াপাড়ার ১/৪ নম্বর বাসার আনসার আলীর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা তানভীরের ডান উরুতে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এদিকে শুক্রবার (২৫ জুলাই) সিলেট ও সুনামগঞ্জে জনসভা ও পদযাত্রা কর্মসূচি ছিল এনসিপির। কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার রাতেই সুনামগঞ্জ পৌঁছেন।