গত ২১ জুলাই ২০২৫ তারিখে “মাদক চক্র ভাঙার কৌশল: বাংলাদেশের জন্য কৌশলগত পথনির্দেশনা” শীর্ষক একটি অর্ধদিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। র্যাব ডিজি মহোদয়ের অংশগ্রহণে, মাঠপর্যায়ের ডিডি ও তদূর্ধ্ব পর্যায়ের ফিল্ড কমান্ডারগণ এতে অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলাদেশের মাদক চক্র নির্মূলে কৌশলগত দিকনির্দেশনা, সমন্বিত অভিযান, এবং গোয়েন্দা তথ্যনির্ভর কার্যক্রমের উপর গুরুত্বারোপ করা হয়।