রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, দেশের সার্বিক অবস্থা বর্তমানে ভালো নয়। তার ভাষায়, ‘একেবারে সহজ-সরল বাংলায় বললে—দেশের অবস্থা একেবারে ভালো না। নানা ধরনের বিপদ-বিপত্তি, যেগুলোকে আমরা অশনি সংকেত বলি, তা উল্কার বেগে দেশের দিকে ধেয়ে আসছে।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব মন্তব্য করেন।
গোলাম মাওলা রনি বলেন, ‘গত ১১ মাসে সরকারের শক্তি অনেকটাই ক্ষয় হয়েছে। একসময়ের দৃঢ় অবস্থান থেকে এখন তা নড়বড়ে হয়ে পড়েছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও মনে করছে—সরকারকে এক ধাক্কায় ফেলে দেওয়া সম্ভব।’
সরকারি মহলে ভয়ের পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘সরকারে যারা আছেন, তাদের মধ্যে এতটা ভয় ও আতঙ্ক কাজ করছে যে, এর মধ্যে কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে।’
অর্থনৈতিক সংকটের কথাও তুলে ধরে তিনি বলেন, ‘মানুষের অভাব-অভিযোগ চরমে পৌঁছেছে। আয়-রোজগারের পথ খুঁজে না পেয়ে অনেকেই অপরাধে জড়াচ্ছে। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা বাড়ছে।’
তিনি মনে করেন, এমন সংকটময় সময়ে সরকারকে আত্মসমালোচনা করে কার্যকর পদক্ষেপ নিতে হবে, না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।