স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে চাঁদাবাজের সংখ্যা বেড়ে যাচ্ছে। চাঁদাবাজদের বিরুদ্ধে ভালোভাবে কাজ করে যেতে হবে। কোনো বিশেষ ব্যক্তির রিকুয়েস্টে চাঁদাবাজকে ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজ যতই শক্তিশালী হোক না কেন র্যাব কর্মকর্তা থেকে শক্তিশালী না। ধরে ফেলতে হবে।
শনিবার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর কার্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মাদকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স। বর্তমানে দেখছি মাদকের বিরুদ্ধে তোমাদের কার্যক্রম খুবই ভালো। মূল কাজ হলো মাদকের বড় বড় গডফাদারকে ধরা। আমরা সাধারণত কারবারিদের ধরতে পারি। শুধু কারবারি নয়, গডফাদারদের গ্রেফতার করতে হবে।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাব কর্মকর্তাদের খোঁজ-খবরের পাশাপাশি কর্মকর্তাদের জন্য রান্নার কাজে নিয়োজিতদের সঙ্গেও কথা বলেন।
এসময় র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, র্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ-অধিনায়ক মেজর অনাবিল ইমাম, অপস্ অফিস সিনিয়র এএসপি গোলাম মোর্শেদসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।