‘বিচার বিভাগকে অস্থিতিশীল করতে খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল’

ডেস্ক রিপোর্ট
  ১৩ আগস্ট ২০২৫, ০০:০৩

বিচার বিভাগকে অস্থিতিশীল করতে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন শুনানিতে পরিকল্পিতভাবে হট্টগোল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিচারকার্যে ফ্যাসিবাদের দোসরদের বিশৃঙ্খলার প্রতিবাদে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
ফোরামের নেতারা বলেন, দিল্লিতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে বহিরাগতদের সঙ্গে নিয়ে বিচার বিভাগ ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে তাদের হয়ে কাজ করছেন কয়েকজন সিনিয়র আইনজীবী।
এজলাসে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মারধর করা হয়েছে দাবি করে এর বিচার চান বিএনপির আইনজীবীরা। এ সময় ফোরামের মহাসচিব প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের নিরাপত্তার দাবি জানান।
এর আগে সোমবার (১১ আগস্ট) এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।