
সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর হামলার ঘটনা ঘটেছে। পাল্টা আক্রমণে বিজিবির গুলিতে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ১০টার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সুরইঘাট সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবির দাবি, চোরাচালানবিরোধী অভিযানে চোরাইপণ্যবোঝাই পিকআপ আটক করতে গেলে চোরাকারবারিরা হামলা চালায়। আত্মরক্ষার্থে বাধ্য হয়ে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে।
নিহত ওই যুবক আলমাস মিয়া (৩৫) জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের বাসিন্দা।
এদিকে ঘটনার পর সন্ধ্যায় বিজিবি ১৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সকাল ১০টার দিকে সুরইঘাট বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে যায়। এ সময় চোরাইপণ্যবাহী একটি পিকআপভ্যান আটক করা হলে একদল সশস্ত্র চোরাকারবারি দেশীয় ধারালো অস্ত্র, বল্লম ও লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। তারা চোরাইপণ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সরকারি সম্পদ রক্ষা ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ৪–৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। হামলায় বিজিবির এক সদস্য গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।