আবারও মিয়ানমারের গুলি এসে পড়ল বাংলাদেশ সীমান্তে

কক্সবাজার সংবাদদাতা
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৭

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কক্সবাজারের উখিয়া সীমান্তে আতঙ্ক-উদ্বেগের পর এবার ব্যাপক গোলাগুলি ও মর্টার শেলে আতঙ্ক ছড়িয়ে পরেছে টেকনাফ সীমান্তে। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাত থেকে গোলাগুলি ও বিস্ফোরণে কেঁপে ওঠেছে সীমান্ত এলাকা। 
ভোরে উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া সীমান্ত এলাকায় মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
হোয়াইক্যং এলাকার আবছার কবির আকাশ বলেন, আমার বাড়ি থেকে সোজা মিয়ানমারের কুমির খালী সীমান্ত ফাড়িতে আক্রমণ চালাচ্ছে সেখানকার মিলিটারিরা। ভোর থেকে মিয়ানমারের মর্টার শেলে ভূ-কম্পনে কম্পিত হয়েছে পুরো এলাকা।
উলুবনিয়া এলাকার শাহাব উদ্দিন রিটন বলন, টেকনাফ সীমান্ত এলাকায় আতঙ্ক বাড়ছে। আমাদের বাড়ির পাশে মিয়ানমার সীমান্ত। ভোর রাত থেকে ওই পারের গোলাগুলিতে উলুবিনয়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে ঘুম থেকে চমকে চমকে উঠেছে। বিষয়টি আমরা স্থানীয় প্রতিনিধিদের অবগত করেছি। যদিও তারা অবগত আছেন। আতঙ্কেও আছেন।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, উনচিপ্রাংয়ের পর এবার উলুবনিয়া সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শুনতে পান স্থানীয়রা। এ ব্যাপারে সংশ্লিষ্টদের অবহিত করা হচ্ছে।