সিলেটের বিশ্বনাথে বিশ্বনাথে একই রাতে দুই ভাইয়ের মৃত্যু নিয়ে তোলপাড়

নিজস্ব সংবাদদাতা
  ১৬ মার্চ ২০২৪, ১৪:৩৪

সিলেটের বিশ্বনাথে একই রাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমান তারা। মৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের আবদুর রূপ (৭০) ও তার ছোট ভাই আবদুর রহমান (৬০)।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিজ বসতবাড়ির পাশাপাশি ঘরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন বায়োবৃদ্ধ এ দুই ভাই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তারা। এদের মধ্যে বড় ভাই আবদুর রূপ লাঠির সাহায্যে চলাফেরা করতেন। তবে চলন শক্তি ভালো ছিল ছোট ভাই আবদুর রহমানের। মারা যাবার দিন রাত সাড়ে ৮টায় প্রথমে মৃত্যুর কোলে ঢলে পড়েন আবদুর রহমান। এসময় ছোট ভাইয়ের মৃতদেহের কাছেই অবস্থান করছিলেন বড় ভাই আবদুর রূপ। হঠাৎ মধ্যরাতে তিনি অসুস্থ বোধ করলে, পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাবার উদ্দেশ্যে বের হন। কিন্তু পথিমধ্যেই রাত ২টায় না ফেরার দেশে পাড়ি জমান তিনিও।
গ্রামের বাসিন্দা ও সদর ইউনিয়ন পরিষদ সদস্য শামীম আহমদ জানান, তারা দুই ভাইয়ের মধ্যে খুব ভাব ছিল। চলাফেরা করতেন এক সাথে। দুইজন বিয়েও করেছেন একই পরিবারের অপন দুই বোনকে। তাদের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসছে। আজ বাদ জুম্মা, জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করার কথা রয়েছে।