বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির ব্রুকলিন মেলা ৩১ মে

ডেস্ক রিপোর্ট
  ১৭ মে ২০২৫, ২৩:১৮

বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব নিউইয়র্ক ইনক এবং ৬৬ প্রিসেঙ্কট কমিউনিটির কাউন্সিলের যৌথ উদ্যোগে ব্রুকলিন মেলা অনুষ্ঠিত হবে ৩১ মে। এই মেলাকে কেন্দ্র করে এখন চলছে ব্যাপক প্রস্তুতি। চলছে স্টল বরাদ্দ। যারা মেলায় স্টল নিতে চান, তারা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করছেন। প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়। এবার আরও বড় পরিসরে ও বিশাল আয়োজনে এই মেলার আয়োজন করতে যাচ্ছে তারা। এ ব্যাপারে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব নিউইয়র্ক ইনকের সভাপতি কাজী সাখওয়াত আজম বলেন, আমরা ব্রুকলিনের চার্চ অ্যাভিনিউতে (কর্নার অব ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ ও চার্চ) এই মেলার আয়োজন করছি। চার্চ ম্যাকডোনাল্ড ব্রুকলিনের এই মেলাটি উত্তর আমেরিকার সর্ববৃহৎ পথমেলা। এই মেলায় হাজার হাজার মেলাপ্রেমী মানুষ অংশ নেবেন।
মেলার টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ার ও শাহনেওয়াজ, মেলার পাওয়ার্ড বাই এমএইচসি, গ্র্যান্ড স্পন্সর কেয়ার গিভার, গোল্ড স্পন্সর এম্পায়ার কেয়ার এজেন্সি নুরুল আজিম, সিলভার স্পন্সর অ্যাটর্নি মঈন চৌধুরী, প্লাটিনাম স্পন্সর এলেগ্রা হোম কেয়ার ও প্লাটিনাম স্পন্সর মাইমন্ডিস হেলথ। মিডিয়া পার্টনার টাইম টিভি, এনটিভি, বাংলা পত্রিকা, আজকাল, পরিচয়, নবযুগ, প্রথম আলো ও এসএ টিভি।
আরও রয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি প্যারি ডি সিলভার, কর্ণফুলী ট্রাভেলস, দেশ বাংলা ফার্মেসী, কোনি আইল্যান্ড হার্ডওয়ার অ্যান্ড বিল্ডিং সাপ্লায়ার্স, নাজ ফার্মেসি, হামজা অটো রিপেয়ার, ফ্রেশ ফুড, বারী হোম কেয়ার, ফিক্স মাইকার, এনওয়াই ইন্স্যুরেন্স ব্রোকারেজ, সানম্যান এক্সপ্রেস, ট্র্যাডিশন চয়েজ, ইশয়ানা, ইসমাইল আহমেদ, কেয়ার গিভার প্রো হোম কেয়ার, কুইন্স সোশ্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টার ইনক, ফরহাদ সিপিএ অ্যান্ড অ্যাসোসিয়েটস, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার, গিয়াস আহমেদ, বাংলা সিডিপ্যাপ, উৎসব গ্রুপ, রিলায়েবল হোম কেয়ার, ফাহাদ সোলায়মানের ফিউমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মনির আহমেদ, কামাল হোসেন মিঠু, রফিকুল মাওলা, গোলাম মাহমুদ, ইকবাল হায়দার, মিয়া মোহাম্মদ দুলাল, মিজানুর রহমান জাহাঙ্গীর, বখতিয়ার উদ্দিন, শাহাবুদ্দিন চৌধুরী, লিটন, ইমরুল হাসান আরফান, রবিউল রাসেল, বমিরুল আমিন শিবলু, আরিফুল ইসলাম, মো. ইকবাল হোসাইন, আহসান উল্লাহ বাচ্চু প্রমুখ।
মেলার আহ্বায়ক শাহ নেওয়াজ, প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী, সদস্যসচিব ফিরোজ আহমেদ, চেয়ারম্যান রায়হান জামান, চিফ কো-অর্ডিনেটর নূরুল আজিম, সাংস্কৃতিক চেয়ারম্যান অনিক রাজ, কো-চেয়ারম্যান শাহাব উদ্দিন সাগর, কো-অর্ডিনেটর আহসান হাবীব ও অভ্যর্থনায় জাহাঙ্গীর সোহরাওয়ার্দী।
সংগঠনের সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম বলেন, আমরা চেষ্টা করছি মেলাটি সফলভাবে করার। সেই সঙ্গে আমরা চেষ্টা করব অনেক মানুষকে এক করার। আমরা নিউইয়র্কবাসী এবং অন্য সবাইকে মেলায় আসার আমন্ত্রণ জানাচ্ছি।