নিউইয়র্কের ছয়জন লেখকের ছয়টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৯ মে) সিটির ব্রঙ্কসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য সংগঠন পঞ্চায়েত এর উদ্যোগে বাফা স্টুডিওতে আয়োজিত এই অনুষ্ঠানে নিউইয়র্কের ছয়জন লেখকের ছয়টি বইয়ের এক সাথে মোড়ক উন্মোচন করা হয়। বইগুলো হচ্ছে সোনিয়া কাদিরের বই হিপহপ জনপদ দ্যা ব্রঙ্কস এবং অন্যান্য, আহবাব চৌধুরী খোকনের বই ‘করোনা কালের ডায়েরি’, মাসুম আহমেদের বই ‘যাপিত জীবনের গপ’, সুমন শামসুদ্দিনের কবিতার বই ‘ইশারার মৌমাছিরা’, বেনজির শিকদারের কবিতার বই ‘দ্বিপ্রহরের দ্বিধা’ ও ইমরান আলী টিপুর কবিতার বই ‘যে আলো শুধু অন্ধকারে জ্বলে’।
অনুষ্ঠানে বইগুলোর মোড়ক উন্মোচন করেন লেখক ও সাংবাদিক মনজুর আহমদ, মেরিল্যান্ড থেকে আগত কবি শিউল মনজুর, বাফার কর্নধার ফরিদা ইয়াসমিন, কবি শামস আল মুমিন, সাহিত্য একেডেমির পরিচালক মোশাররফ হোসেন ও কবি মিয়া মোহাম্মদ আছকির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কোশিক আহমদ, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজ উদ্দিন সোহাগ, লেখক সোনিয়া কাদির, আহবাব চৌধুরী খোকন, মাসুম আহমদ, সুমন শামসুদ্দিন বেনজির শিকদার ও ইমরান আলী টিপু। বই নিয়ে আলোচনা করেন মোহাম্মদ আমিনুল হক চুন্নু, এবিএম সালেহ উদ্দিন, শিউল মনজুর, মোশাররফ হোসেন, মনজুর আহমদ ও মিয়া মোহাম্মদ আছকির। অনুষ্ঠানে লেখকের পরিচিতি তুলে ধরা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তারেক আহমদ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পঞ্চায়েতের কর্নধার মাসুম আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শত ব্যস্ততার মাঝেও প্রবাসে অনেক সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী নিজেদেরকে সৃষ্টিশীল কর্মকান্ডে সম্পৃক্ত রেখেছেন। তাদের এই কর্মতৎপরতায় বহির্বিশ্বে ফুঁটে উটে আমাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি। এই ধারা অব্যাহত রাখতে হলে তাদের লেখা পড়তে হবে। লেখকদের উৎসাহিত করতে হবে, প্রয়োজনে পৃষ্ঠপোষকতা দিতে হবে।
অনুষ্ঠানে লেখক, পাঠক, গণমাধ্যমকর্মী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।