নিউইয়র্কের হৃদপিণ্ড টাইমস স্কয়ার-ঝলমলে বিলবোর্ড, ব্যস্ত ভিড়, আর চিরচেনা লাল সিঁড়ির নিচে ফাদার ডাফি স্কোয়ার। সেই জায়গাটিই এবার রূপ নেবে শারদোৎসবের রঙে। আগামী ১ ও ২ অক্টোবর, প্রথমবারের মতো তিথি অনুসারে এখানে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আয়োজক টাইমস স্কয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন গত ১০ আগস্ট রোববার জ্যাকসন হাইটসে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক জানান, “এটি কেবল পূজা নয়, এটি নিউ ইয়র্কের বুকে বিশ্ব বাঙালির মিলনমেলা।” তার সঙ্গে উপস্থিত ছিলেন সভাপতি শশধর হাওলাদার, সহ-সভাপতি কল্লোল বসু, সম্পাদক নিরুপমা সাহা, কোষাধ্যক্ষ সৌম্যব্রত দাসগুপ্ত, উপদেষ্টা সদস্য মিলন আওন ও নির্মল পাল। সঞ্চালনায় ছিলেন শ্রীয়াঙ্কা বসাক।
পূজার মণ্ডপ ও থিম নির্মাণে থাকছে কলকাতার থিম-পূজার পথিকৃতদের ছোঁয়া। টাইমস স্কোয়ারে উঠে আসবে কলকাতার ম্যাডক্স স্কয়ার এবং ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের আবহ। পূজার জন্য কুমারটুলির শিল্পী প্রদীপ রুদ্র পালের হাতে গড়া নতুন প্রতিমা ইতিমধ্যেই আলোচনায়।
উৎসবের দুই দিনে থাকবে সিঁদুর খেলা, ধুনুচি নাচ, নবরাত্রির নানা রীতি, আর গান-নাচ-আলোয় ভরা সাংস্কৃতিক পরিবেশনা-যেখানে অংশ নেবেন কলকাতা ও ঢাকার শীর্ষ শিল্পীরা।
শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের নানা প্রান্তের বাঙালিরা আসবেন এই আন্তর্জাতিক দুর্গোৎসব উপভোগ করতে। পুরো অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে, আর প্রবেশাধিকার সবার জন্য উন্মুক্ত।নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলনের আয়োজক সিএবি, বাংলাদেশের বেদান্ত সোসাইটি সহ একাধিক সংগঠন ও ব্যক্তিও ইতিমধ্যেই সহযোগিতার হাত বাড়িয়েছে। টাইমস স্কোয়ারের ঝলমলে আলোয় যখন দেবীর আগমনী বাজবে, তখন নিউ ইয়র্কের রাত জুড়ে মিলেমিশে যাবে রঙ, সুর, গন্ধ আর ভালোবাসা—যেন দূরদেশে থেকেও সবাই ফিরে যাবে নিজের মাটির ঘ্রাণে ভরা সেই শরতের দুপুরে।