নিউইয়র্কের বহুজাতিক শহর কুইন্সের উডসাইডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ফিফটি এইট ম্যানর পার্টি হল অ্যান্ড রেস্টুরেন্ট’। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হওয়া এ পার্টি হল স্থানীয় কমিউনিটির জন্য সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক অনুষ্ঠানের এক নতুন ভেন্যু হিসেবে যুক্ত হলো।
প্রায় ৫০০ আসন বিশিষ্ট আধুনিক হলরুমটি সাজানো হয়েছে সর্বাধুনিক সুবিধা ও নান্দনিক পরিবেশে, যাতে বিয়ে, জন্মদিন, কনফারেন্স, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে ব্যবহার করা যায়। বিশেষত্ব হলো—সুলভ মূল্যে ভাড়া পাওয়া যাবে এই হলরুম, যা নিউইয়র্ক সিটির সাধারণ বাসিন্দাদের জন্য অনুষ্ঠান আয়োজনকে আরও সহজ করে তুলবে।
তরুণ উদ্যোক্তা ফারহান আনোয়ার, ফেরদৌসী বানু স্বর্ণা, সেলিম গফুর, মনীষা রাওয়াল এবং চেরী কাসটিলভী একত্রে এ উদ্যোগ নিয়েছেন। তাদের লক্ষ্য ছিল নিউইয়র্কের প্রবাসী কমিউনিটির জন্য এমন একটি ভেন্যু তৈরি করা, যেখানে আয়োজনের পাশাপাশি থাকবে আতিথেয়তার পরিবেশও।
উদ্বোধনী আয়োজনে অতিথিরা বলেন, উডসাইডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন একটি উদ্যোগ শুধু বাংলাদেশি নয়, বরং নিউইয়র্কের বহুজাতিক কমিউনিটির অনুষ্ঠান আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় রয়েছেন জেনারেল ম্যানেজার জিনাত সোয়ান। তিনি ভেন্যুর সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন।
স্থানীয়রা আশা করছেন, ‘ফিফটি এইট ম্যানর পার্টি হল অ্যান্ড রেস্টুরেন্ট’ নিউইয়র্কবাসীর সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।