বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের জন্য মামদানির অঙ্গীকার 

ডেস্ক রিপোর্ট
  ১৫ অক্টোবর ২০২৫, ১৪:২৪

বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসকে পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে স্যানিটেশন সুবিধা বাড়ানোর অঙ্গীকার করেছেন নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী জোরান মামদানি।
মেয়র পদে জয়ী হলে এলাকাটির সবুজায়নে বড় পার্ক তৈরির পরিকল্পনার কথাও জানান ডেমোক্র্যাটিক প্রাইমারি জয়ী।
এদিকে এলাকাটির ব্যবসায়ী ও ক্রেতাদের পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন বাংলাদেশি অ্যামেরিকানরা।
নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস ও আশপাশে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন কয়েক হাজার বাংলাদেশি অ্যামেরিকান। আর এখানে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩০০।
দেশীয় খাবার, নিত্যপণ্য কেনাকটার পাশাপাশি স্বর্ণের দোকান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন ভিড় করেন নিউ ইয়র্ক ও আশপাশের স্টেইট থেকে আসা বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি ও চীনারা। বাংলাদেশিদের মিলনমেলা ও সংস্কৃতি বিকাশের অন্যতম স্থান জ্যাকসন হাইটস।
ছোট জায়গায় অত্যধিক মানুষের চাপে এখানকার স্যানিটেশন ব্যবস্থা বর্তমানে অনেকটা ঝুঁকির মুখে। সিটি থেকে যথাযথ ব্যবস্থার অভাবে এখানকার পরিচ্চন্নতা নিয়ে অভিযোগ সিটিবাসীর।
ট্রাফিক নিয়ম ভঙ্গ করার পাশাপাশি যানজট এখানে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেখানে সেখানে গাড়ি পার্কিং করার ফলে ভোগান্তিতে পড়েন আগতরা।
এমন বাস্তবতায় সিটির কাউন্সিলম্যানসহ জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন সিটি এডুকেশনাল পলিসির চেয়ারম্যান শামসুল হক।
এদিকে মেয়র হতে পারলে জ্যাকসন হাইটস নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান মামদানি।
এলাকাটিকে সবুজায়নের মাধ্যমে আরও বাসযোগ্য করে তোলার কথাও বলেন এ মেয়র প্রার্থী।
প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি এখন মামদানির প্রতিশ্রুতির দিকে।
পরিচ্ছন্ন জ্যাকসন হাইটসের স্বপ্ন কতটা বাস্তব হয়, সেটা দেখার অপেক্ষায় রয়েছেন তারা।