নিউইয়র্কে অধ্যাপক সারওয়ার বি. সালামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দ্যা অপটিমিস্ট পরিবার। ৬ মে সোমবার নিউ ইয়র্ক সিটির গুলশান টেরেসে ‘দি অপটিমিস্টস’ পরিবার তাদের সদ্য প্রয়াত সাবেক চেয়ারম্যান প্রফেসর সারোয়ার বি. সালামের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে একত্রিত হয়। উপস্থিতদের লক্ষ্য ছিল প্রয়াত সারোয়ার বি. সালামের চিরস্থায়ী অবদান স্মরণ করা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র একজন সম্মানিত অধ্যাপক ছিলেন এবং ছিলেন একজন দক্ষ আর্থিক উপদেষ্টা। সামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনি সমগ্র জীবন অক্লান্ত কাজ করে গেছেন। অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দি অপটিমিস্টের সদস্যরা।
অনুষ্ঠানে 'দি অপটিমিস্টস’ এর চেয়ারম্যান মিনহাজ আহমেদ বলেন, " প্রফেসর সালামের প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি হবে যদি আমরা তাঁর প্রিয় সংগঠন দি অপটিমিস্টসকে সমর্থন করি।" তিনি 'দি অপটিমিস্টস’ এর আসন্ন ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে ঐক্যের আহ্বান জানান। দি অপটিমিস্টের প্রধান উপদেষ্টা মোঃ রফিকউদ্দিন চৌধুরী রানা বলেন “অপটিমিস্টস্-এর জন্য সা.বি.সালামের প্রতি কৃতজ্ঞতা বলে শেষ করা যাবেনা।”
উপস্থিত বিশিষ্ট দের মধ্যে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলি, কোষাধ্যক্ষ আমিন মেহেদী এবং বোর্ডের সেক্রেটারি নিশাদ হক সা বি সালামের প্রতি শ্রদ্ধা জানান। বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, লেখক-রাজনীতিবিদ সুব্রত বিশ্বাস, মামনুনুল হক, সাংস্কৃতিক কর্মী অ্যানি ফেরদৌস এবং অপটিমিস্টের নিবেদিত স্পন্সর সেলিনা উদ্দিন, আকবর হায়দার কিরণ এবং মজিবুর রহমান মরহুমের কাজের প্রশংসা করেন এবং শর্ধা জ্ঞাপন করেন।
লীগ অফ আমেরিকার সভাপতি শাহিদা জিয়া, আবদুল ওয়াদুদ, শামিম আহমেদ এবং পরিচালক নজরুল ইসলাম, মোকাররম আহমেদ এবং ফাতেমা শাহাব রুমার কাছ থেকে আরও অবদানের কথা শোনা যায়। অধ্যাপক সালামের আন্তরিক কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রতিটি বক্তা অনন্যভাবে অনুপ্রেরণামূলক স্মৃতি এবং নতুন প্রতিশ্রুতি প্রদান করেছেন। সভায় সারোয়ার বি সালামের শোকাহত সহধর্মীনিও উপস্থিত ছিলেন।
শোকসভায় উপস্থিত সবার বক্তৃতায় একটি বিষয় স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, অধ্যাপক সালাম তার ব্যক্তিজীবনের কাজ দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন। দি অপটিমিস্টস এমন একটি প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের সুবিধাবন্চিত শিশুদের আর্থিক সহায়তার মাধ্যমে পড়াশুনার সুযোগ করে দেয়া হয়। অধ্যাপক সালাম তার পেশাদার কাজের পাশাপাশি এই প্রতিষ্ঠানের উন্নয়নে অনেক সময় ও শ্রম দিয়েছেন এবং এই অনুপ্রেরনা ছড়িয়ে দিয়েছেন পরিচিত সকলের কাছে।
অনুষ্ঠানটি শুধু প্রফেসর সালামের অসাধারণ জীবন এবং অবদানের উদযাপন নয়, বরং তার আবেগপূর্ণ প্রচারিত আদর্শের প্রতি সম্মিলিত প্রতিশ্রুতি পুনর্নবীকরণের একটি আমন্ত্রণ। 'দি অপটিমিস্টস’ এর প্রয়াত প্রফেসর সারোয়ার বি সালামের স্মৃতিচারণ এবং তার আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।