সিডনিতে গানের ঝরনাতলায় সন্‌জীদা খাতুন স্মরণ

ডেস্ক রিপোর্ট
  ০৬ আগস্ট ২০২৫, ১২:৪৪


প্রয়াত রবীন্দ্রসংগীতশিল্পী ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি সন্‌জীদা খাতুনের স্মরণে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সংগীতানুষ্ঠান। শোক ও শ্রদ্ধার আবহে সাজানো এ আয়োজন অনুষ্ঠিত হয় গত রোববার সিডনির আর্মিংটন কমিউনিটি সেন্টারে। ‘গানের ঝরনাতলায় শ্রোতার আসর’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে সিডনির সংস্কৃতিক সংগঠন ‘প্রতীতি’।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী সিরাজুস সালেকিন, যিনি লোকসংগীতসাধক আবদুল লতিফের পুত্র এবং ‘প্রতীতি শিল্পীগোষ্ঠী’র কর্ণধার।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এমন একটি শ্রোতার আসর আয়োজন করা, যেখানে গান উৎসবের রূপ নেবে না। বরং শ্রোতা ও শিল্পীর মধ্যে এক গভীর সংবেদনশীল সেতুবন্ধন তৈরি হবে—শ্রদ্ধা, ভালোবাসা আর অনুপস্থিতির যন্ত্রণায় মগ্ন এক সন্ধ্যায়।’
আসরে একে একে সংগীত পরিবেশন করেন শিল্পী সুমিতা দে, লারিনা নূপুর রোজারিও, সাজিয়া হোসেন প্রৈতী, চমন বাসেত এবং সিরাজুস সালেকিন নিজে। তাঁদের কণ্ঠে রবীন্দ্রসংগীতের সুর, কথা ও সুরের আবহে পুরো হলজুড়ে সৃষ্টি হয় অন্যরকম পরিবেশ। আড়াই শতাধিক শ্রোতা সেই আবেগঘন পরিবেশে ডুবে যান স্মৃতিচারণা আর অনুভবে।
সিডনির সুপরিচিত আলোকচিত্রী ও সাংস্কৃতিক সংগঠক এডওয়ার্ড অধিকারী বলেন, ‘সন্‌জীদা খাতুন আমাদের প্রজন্মের কাছে এখনো এক উজ্জ্বল প্রেরণা। সংগীত দিয়ে, চিন্তায়, জীবনদর্শনে তিনি আমাদের শিখিয়েছেন সংস্কৃতিকে কীভাবে জীবনের অংশ করে নিতে হয়। আজকের এই সন্ধ্যা যেন আমাদের আবারও তাঁর সান্নিধ্যে পৌঁছে দিল, সুরের পথে।’
গত ২৫ মার্চ প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্‌জীদা খাতুন। তিনি ছিলেন একাধারে রবীন্দ্রসংগীতশিল্পী, সংগীতজ্ঞ, শিক্ষক, লেখক ও গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। দেশের শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’ প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে একাকার হয়ে গেছে তাঁর পরিচয়। সিডনির এই শ্রোতার আসর ছিল তাঁর স্মৃতির প্রতি প্রবাসী বাঙালিদের এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি।