যুক্তরাষ্ট্র-প্রবাসী সমাজকর্মী ও সাংবাদিক ওয়াহেদ হোসেনি আর নেই। ক্যান্সারে আক্রান্ত অবস্থায় সোমবার রাতে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে নিজ বাড়িতে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তার স্ত্রী ও একমাত্র মেয়ে রয়েছে।
‘ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র চ্যান্সেলর আবুবকর হানিপ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার স্থানীয় সময় দুপুরে স্প্রিংফিল্ড মুসলিম কমিউনিটি সেন্টারে জানাজা শেষে মেরিল্যান্ডের আডেলফি সিটিতে মাউন্ট লেবানন গোরস্থানে তাকে দাফন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষে ওয়াহেদ হোসেনি যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। পেশাজীবনে তিনি ‘ফ্যানি মে’ নামে একটি আধা সরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নিউজলেটার সম্পাদনা করতেন, এটি সেসময় মেট্রো ওয়াশিংটন এলাকায় প্রবাসীদের অন্যতম সাংস্কৃতিক মাধ্যম ছিল।
তিনি উত্তর আমেরিকাভিত্তিক সংগঠন ফোবানারও দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর যুক্ত হন অবসরপ্রাপ্তদের সংগঠন ‘আমেরিকান অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড পারসন্স’-এর (এএআরপি) সামাজিক কর্মকাণ্ডে।
নিউ ইয়র্ক থেকে প্রকাশিত কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় তিনি নিয়মিত কলাম লিখেছেন। ‘ওয়াশিংটনের জানালা’ ছিল তার জনপ্রিয় একটি কলাম।