নতুন কমিটি পেল ‘আইরিশ বাংলা অ্যাসোসিয়েশন’

ডেস্ক রিপোর্ট
  ২৮ আগস্ট ২০২৫, ১৩:০৮

আয়ারল্যান্ডের ডোনেগাল শহরে প্রবাসীদের সংগঠন ‘আইরিশ বাংলা অ্যাসোসিয়েশন’ তাদের নতুন কমিটি গঠন করেছে।
নতুন এ পর্ষদে আব্দুস সহিদ সভাপতি এবং ওয়াসিব আলী শাওন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার লেটারকনি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের পুরো কমিটির ঘোষণা দেওয়া হয়।
দুই বছরের জন্য গঠিত এই কমিটির সদস্যসংখ্যা ৪১। পাশাপাশি উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সদস্য রয়েছেন মোট ৫ জন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বাসিত, অর্থ সম্পাদক বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া, সহ-সভাপতি মামুন শাহা, সহ-সভাপতি হোসাইন আহমদ, সহ-সভাপতি সেলিম উদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি বেলাল আহমেদ, উপদেষ্টা সাঈদ আহমেদ এবং প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ওয়াসিব আলী শাওনের সঞ্চালনায় নির্বাহী সদস্যসহ অন্যান্যরা বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি আব্দুস সহিদ।