স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি সমাজে তুলে ধরার উদ্দেশ্যে আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কের কুইন্সে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে মওলানা ভাসানী ফাউন্ডেশন। এ উপলক্ষে গত ১১ আগস্ট জ্যাকসন হাইটসে সংগঠনের নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ড. ইমরান আনসারীর সঞ্চালনায় সভায় সম্মেলনের বিস্তারিত প্রস্তুতি তুলে ধরেন সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের।
সভায় মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনের বিষয়েও আলোচনা হয় এবং সেমিনারের জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। প্রাথমিকভাবে সেন্ট জন ইউনিভার্সিটির মিলনায়তন, গুলশান ট্যারেস বা জুইস সেন্টারকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, লন্ডনের ভাসানী গবেষক ড. লাইলী উদ্দিন, কানাডার ভাসানী গবেষক ড. আবিদ বাহারসহ দেশ-বিদেশের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত ছিলেন গিয়াস আহমেদ, কাজী আজম, মোশাররফ হোসেন সবুজ, শাহাব উদ্দীন সাগর, ফরিদ আলম, মোস্তফা করিম ফরিদ, ডা. নার্গিস রহমান, অধ্যাপক ওসমান, ড. ইমরান আনসারী, অধ্যাপক সৈয়দ আজাদ, আব্দুস সবুর, এন আমীন, নাজমুল আলম শ্যামলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের পরবর্তী প্রস্তুতি সভা আগামী ২২ আগস্ট জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে।