প্যারিসে এনসিপির ছায়া রোডম্যাপ

দেড় কোটি প্রবাসীকে ভোটার করার দাবি

প্রবাস ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৫, ২১:২৩

‘আমার ভোট আমি দেব, প্রবাস থেকেও অংশ নেব’—এ স্লোগানকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
সংগঠনের ফ্রান্স শাখার আয়োজনে রোববার (১৭ আগস্ট) প্যারিসের ১৩তম এরোন্ডিসমেন্টের একটি অভিজাত হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর (অপারেশন্স) তারিক আদনান মুন। সভাপতিত্ব করেন ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন ইউরোপ প্রতিনিধি ওমর ঢালী ও এনসিপি ডায়াস্পোরা জার্মানির আহবায়ক সাখাওয়াত হোসাইন তুরাগ। অনলাইনে যুক্ত হন ইউরোপ প্রতিনিধি তাজুল ইসলাম শামীম, নাজমুল বাশার ও মধ্যপ্রাচ্য প্রতিনিধি সাইফ ইবনে সারওয়ার।
প্রধান অতিথির বক্তব্যে তারিক আদনান মুন বলেন, নির্বাচন কমিশনকে দ্রুত দেড় কোটি প্রবাসীকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু করতে হবে।
তিনি অভিযোগ করেন, এ প্রক্রিয়ায় শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে তিনি আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে বাস্তবায়নের জন্য একটি ছায়া রোডম্যাপ ঘোষণা করেন।
সংগঠনের ফ্রান্স শাখার সদস্য সচিব মু. শাহপরান আহম্মেদ শাকিল ভবিষ্যতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে এনসিপির কার্যক্রম বিস্তারের পরিকল্পনা তুলে ধরেন।
যুগ্ম-আহ্বায়ক ফরমান উল্লাহ বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিকরা বাংলাদেশ–ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং এবং স্থানীয় রাজনৈতিক ও কূটনৈতিক মহলের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করবেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আঞ্চলিক সংগঠক ও গবেষক ইশতিয়াক আকিব, মুখ্য সংগঠক মাশরুক উদ্দিন এবং মিডিয়া ও প্রচার সমন্বয়কারী সাফওয়াত হোসেন (রাব্বি রাজ)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মাজহারুল ইসলাম তালুকদার, সাকিব হোসাইন ইবন, রেজওয়ান হিমেল প্রমুখ।