দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পেয়েছিলেন স্বপ্নের দেশ ইতালির ভিসা। বৈধ স্পন্সর ভিসায় পাড়ি জমান এক নতুন জীবনের আশায়। কিন্তু ভাগ্য যেন নির্মম পরিহাসে হেসে উঠলো তার স্বপ্নভঙ্গের গল্পে। ফেনীর পরশুরাম উপজেলার সোহাগ দেওয়ান, একজন তরুণ ও কর্মঠ প্রবাসী। গত ১৮ আগস্ট সোমবার বৈধ ভিসায় ইতালিতে পা রাখেন তিনি। পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের মনে ছিল আনন্দের জোয়ার। ভাবা হয়েছিল, এটাই হবে তার জীবনের নতুন সূচনা। কিন্তু সে আশার আলো মুছে গেল এক নির্মম বাস্তবতায়।
১৯ আগস্ট মঙ্গলবার ভোর ৪টার দিকে, ইতালিতে পৌঁছানোর মাত্র একদিন পরই মৃত্যুবরণ করেন সোহাগ। প্রাথমিকভাবে জানা গেছে, তার মৃত্যু হৃদরোগজনিত কারণে হয়ে থাকতে পারে। তবে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।
সোহাগের স্বপ্ন ছিল নিজের অবস্থান গড়ে তোলা, পরিবারকে একটু ভালো রাখার। ইতালিতে পৌঁছানোর আগেও ফোনে তিনি বলেছিলেন, সব ঠিকঠাক, নতুন জীবনের শুরুটা ভালো লাগছে।
কে জানতো, সেটাই হবে তার জীবনের শেষ কথা!
তার অকাল মৃত্যুতে ইতালি বাংলা কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধুরা কেউই মেনে নিতে পারছেন না এই মৃত্যু। তার পরিবারের সদস্যরা রয়েছেন চরম শোক ও দুশ্চিন্তার মধ্যে।
ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করবে এমনটি প্রত্যাশা করেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা।