যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টিতে বসবাসরত প্রবাসী হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীদের তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে তারা পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল কাউন্টিতে অবস্থিত হিন্দুদের পবিত্র তীর্থস্থান ‘নতুন বৃন্দাবন’ এ গমন করেন।
বৈদিক মন্ত্রোচ্চারণ ও গীতা পাঠের মধ্য দিয়ে যাত্রার সূচনা হয়। পথে পুণ্যার্থীরা মালাজপ, হরিনামসংকীর্তন ও গীতা পাঠে মগ্ন থাকেন। তাদের সম্মিলিত কণ্ঠে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’ ধ্বনিত হয়ে ওঠে। এ সুর ও ভক্তিমূলক আবহ সবার মনপ্রাণকে আচ্ছন্ন করে। আয়োজকদের মতে, তিন হাজার একর জমির ওপর বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ধর্মীয় পীঠস্থান নতুন বৃন্দাবনে গিয়েছিলেন ভক্তরা “অমৃতের সন্ধান”এর প্রত্যাশায়।
নতুন বৃন্দাবনে তারা পূজার্চনা, ভজন, কীর্তন, মালাজপ, প্রসাদগ্রহণ ও ধর্মীয় কার্যক্রমে অংশ নেন। এ সময় আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা ও আয়োজক সুমন মজুমদার বলেন, “তীর্থপরিক্রমা পূণ্য অর্জনের অন্যতম মাধ্যম। মনে ধর্মভাব জাগলে নৈতিকতার বহিঃপ্রকাশ ঘটে, যা সমাজ ও সংসারকে উপকৃত করে। সামাজিক উন্নয়নের জন্য তীর্থভ্রমণ গুরুত্বপূর্ণ।”
বুধবার (২০ আগস্ট) সকালে ব্রহ্মচারি শুভানন্দ দাশ তীর্থযাত্রীদের বিদায় জানান। তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, আন্না মিত্র, প্রদীপ দে, মেরি দে, সুনীল দাশ, সরোজ দাশ, সজল চক্রবর্তী, দীপা দে ও সুপ্রীতি দে প্রমুখের উদ্যোগে যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সুমন মজুমদার সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।