উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যের ওয়েস্ট সাসেক্সের পর্যটনকেন্দ্র বগনার রেজিস সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের বার্ষিক পিকনিক। শনিবার (১৬ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, পরিবার-পরিজন, উপদেষ্টা ও সিনিয়র সদস্যরা অংশ নেন।
সকাল ৯টার মধ্যে লন্ডনের রেডব্রিজ স্টেশনে সমবেত হন অংশগ্রহণকারীরা। সেখান থেকে লাক্সারি কোচে যাত্রা শুরু হয় গন্তব্যের উদ্দেশে। যাত্রাপথে গান, আবৃত্তি ও কৌতুক পরিবেশনে মুখর হয়ে ওঠে পরিবেশ।
পিকনিকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার এমকিউ হাসান। দায়িত্ব বণ্টনের জন্য ছয়টি কার্যকরী গ্রুপ গঠন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের তিন উপদেষ্টা—এস.বি. ফারুক, আবু মুসা হাসান এবং ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী বাবর। এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মারুফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, সহসভাপতি নিলুফা ইয়াসমীন হাসান, সিরাজুল বাসিত কামরান চৌধুরীসহ আরও অনেকে।
বগনার রেজিস সৈকতে পৌঁছে অনুষ্ঠিত হয় নানান প্রতিযোগিতা। মহিলাদের ব্লাইন্ডফোল্ড টিপ পরানো প্রতিযোগিতায় শবনম, মুন্নি ও রিপা রাকিব প্রথম তিন স্থান অধিকার করেন। পুরুষদের বিন ব্যাগ রেসে নিয়াজী, সৈয়দ জাফর ও মতিন চৌধুরী বিজয়ী হন। পুরস্কার তুলে দেন অতিথিরা। আকর্ষণীয় র্যাফেল ড্র পরিচালনা করেন অফিস সেক্রেটারি মিজানুর রহমান।
দুপুরে পরিবেশিত হয় সুস্বাদু খাবার, ছিল কেক কাটার আয়োজনও। সমুদ্রসৈকতে সাঁতার, ছবি তোলা ও আড্ডায় কাটে অংশগ্রহণকারীদের সময়। ফেরার আগে আয়োজিত হয় গানের প্রতিযোগিতা ‘আনতাক্ষরি’, যেখানে দুই দলই নিজেদের জয়ী ঘোষণা করে।
আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রচেষ্টায় দিনটি হয়ে ওঠে আনন্দ, সম্প্রীতি ও স্মৃতির উৎসব। সবাই আয়োজকদের আন্তরিকতা ও নিখুঁত প্রস্তুতির প্রশংসা করেন।