বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদকে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছে কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টি। ঘোষিত এ মনোনয়নের মাধ্যমে তিনি আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অন্যতম প্রধান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচিত হলে তিনি হবেন কুইন্সের প্রথম মুসলিম ও প্রথম বাংলাদেশি-আমেরিকান সুপ্রিম কোর্ট বিচারপতি।
জানা গেছে, ২০২১ সালে সোমা সাঈদ নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি-আমেরিকান বিচারক হিসেবে ইতিহাস গড়েন। ২০২২ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করে তিনি বর্তমানে ২০৩২ সাল পর্যন্ত মেয়াদে দায়িত্ব পালন করছেন। বিচারক হওয়ার আগে তিনি নিজস্ব আইন সংস্থা পরিচালনা করেছেন এবং রিয়েল এস্টেট, ইমিগ্রেশন ও পারিবারিক আইনসহ নানা ক্ষেত্রে মামলা পরিচালনা করেছেন। এছাড়া তিনি কুইন্স কাউন্টি উইমেন’স বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত ১৮ আগস্ট সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে জজ সোমা সাঈদের পক্ষ থেকে মিট দ্য প্রেস অ্যান্ড কমিউনিটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডেমোক্রেট পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ ও আমেরিকান ইন্টারন্যশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জজ সোমা সাঈদ ছাড়াও ৪ নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুপ্রিমকোর্ট ও কাউন্টি কোর্টে প্রতিদ্বন্দ্বিতাকারী একাধিক প্রার্থীও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সোমা সাঈদের সমর্থনে স্টেট সিনেটর জন ল্যু, সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত জাস্টিস ফ্রান্সিস ওয়াং, সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত জাস্টিস গ্যারি মেরিট, সিভিল কোর্ট জজ প্রার্থী ইভ চো, ডেমোক্রেট পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ গুরদিপ সিং নারুলা, মূলধারার রাজনীতিক রিচার্ড রুলেনস, বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বিশিষ্ট রাজনীতিক জিল্লুর রহমান জিল্লু, বিশিষ্ট ব্যবসায়ী ও লায়ন ডিস্ট্রিক্ট গভর্নর আসেফ বারী টুটুল, মদিনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, এনওয়াইপিডি’র অবসরপ্রাপ্ত লে. কমান্ডার শামসুল হক, মূলধারার রাজনীতিক মিজানুর চৌধুরী, কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি আহসান হাবীব, সাংবাদিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আনিসুল কবীর জাসির, আইন বিশেষজ্ঞ জ্যাকব মিল্টন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুহাম্মদ কামরুল ইসলাম সনি, সাংবাদিক আহমেদ সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. সৈয়দ আল আমীন রাসেল।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে সোমা সাঈদকে ভোট দিয়ে নির্বাচিত করতে সার্বিক সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে জজ সোমা সাঈদ তার বক্তব্যে ইমিগ্র্যান্ট কমিটির অধিকার এবং কুইন্স কাউন্টির সিভিল কোর্টের জজ হিসেবে দায়িত্বকালীন সময়ে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হলে অবশ্যই বিজয় সম্ভব।
সোমা সাঈদ বলেন, তাকে মনোনয়ন প্রাপ্তিতে বিশেষ অবদান রেখেছেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।
উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত জজ সোমা সাঈদের পৈতৃক নিবাস বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়। তার বাবা মরহুম আফতাব সৈয়দ পেশায় একজন সাংবাদিক ছিলেন।