সুনামগঞ্জের তাহিরপুরে ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের ও তার ভাই সাবেক সভাপতি আবু সাঈদের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠ তদন্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
২৫ আগস্ট রোববার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ৩বারের সভাপতি আবু সাঈদ দলীয় প্রভাব কাটিয়ে অবৈধভাবে তার ভাই আবু তাহেরকে আট বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানিয়ে রেখেছে। বড় ভাই সভাপতি ও ছোট ভাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় সীমাহীন অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পরেন। তারা দুই ভাই মিলে অনৈতিক সুবিধা নিয়ে ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ এবং কেরানী পদে নিজের পরিবারের সদস্যদের নিয়োগ দেন। তাদের দায়িত্ব কালে সরকারী বেসরকারি অনুদান বিদ্যালয়ের কাজে না লাগিয়ে নিজেরাই ভাগাভাগি করে নিয়েছেন। স্কুলের পুরাতন ভবন ভেঙ্গে টিন, দরজা, জানালা, কাঠ ও শিক্ষার্থীদের ব্যবহারের হারপিক, সাবান ও হ্যান্ডওয়াশ আত্মাসাৎ করেন। শিক্ষার্থীদের উপর বেত্রাগাত নিষিদ্ধ হলেও প্রধান শিক্ষক ও তার পরিবারের সদস্য কেরানী ছাত্রদের উপর নির্যাতন করতেন। এছাড়াও উপবৃত্তির কার্ড বিতরণে ২০০ টাকা করে চাঁদা আদায়, উপবৃত্তির টাকা নিজেদের সিম কার্ডের মাধ্যমে উত্তোলন করা এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর দ্বিগুণ চাহিদা দেখিয়ে বই উত্তোলন ও গোপনে বিক্রি করা সহ নানা অপকর্ম করে তারা। আওয়ামীলীগের দলীয় প্রভাব দেখিয়ে দুই ভাই স্কুলে লুটের রাজত্ব কায়েম করেছেন। তাদের দীর্ঘদিনের অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে হুশিয়ারী দেন শিক্ষার্থীরা। এর আগে ২২ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি জমা দেন তারা।
এই সময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সোরাব আলী, দশম শ্রেণীর ছাত্র কামরুল, একই শ্রেণীর ছাত্রী নুসরাত জান্নাত, নিপা আক্তার, রিয়া আক্তার, নবম শ্রেণীর ছাত্রী তানিয়া আক্তার প্রমুখ।
এবিষয়ে সাবেক সভাপতি আবু সাঈদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক আবু তাহের জানান, আমার বিরুদ্ধে বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি ও উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়ার কাছে অভিযোগ করলে তিনি আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে সরিয়ে দেন। এখন আবার ইউএনও দায়িত্ব পাওয়ায় তার কাছেও এই অভিযোগ করেছে তারা।আমি ও আমার ভাইয়ের সাথে একটি মহলের রাজনৈতিক বিরোধিতা করছে। ছাত্রছাত্রীদের ব্যবহার করছে তারা। এবিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন বলেন, ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের একটি স্বারকলিপি পেয়েছি। দ্রুত তদন্ত করে এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।