ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে । এখনো সব কিছু স্বাভাবিক হয়ে উঠেনি । গণ- অভ্যুত্থান পরবর্তী মুক্ত সমাজের প্রত্যাশা জনগনের। অন্তর্বত্তী সরকার দায়িত্ব নিয়েছে এবং এই সরকারের কাছে প্রবাসীদের অনেক প্রত্যাশা। কিন্তু প্রত্যাশাই যথেষ্ট নয় অনেক দায়িত্ব রয়েছে। জনগনের মধ্যে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে জাগরণ তৈরি হয়েছে। এরই মধ্যে দেশের একটি বড় অংশে মানুষ ভয়াবহ বন্যার শিকার। দেশের মানুষ লড়াই করছে, পিডিআই কানাডাও প্রবাস থেকে সাধ্যমতো চেষ্টা করছে। পিডিআই কানাডা প্রবাসী জনগনের প্রত্যাশা এবং করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। সভায় কানাডায় শিক্ষারত বাংলাদেশী ছাত্ররা, কানাডায় বড় হওয়া বাংগালী তরুন প্রজন্মের প্রতিনিধিরা সভায় আলোচনা করবেন “ তারা কেমন বাংলাদেশ চাই”।
প্রবাসী বিশিষ্ট নাগরিকরা আলোচনা করবেন তাদের প্রত্যাশা, করনীয় এবং প্রবাসীদের অধিকার নিয়ে। পিডিআই কানাডা টরেন্টোতে বসবাসরত ছাত্রছাত্রী, বিশিষ্ট নাগরিকদের কে সভায় অংশগ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করছে। সভাটি সেপ্টেম্বর ৬ সন্ধ্যা ৬.৩০ মিনিটে Hope United Church, 2550 Danforth Ave এ অনুষ্ঠিত হবে।