নিজেকে নিজে বিয়ে করলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী কনিষ্কা সোনি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন তিনি। ছবিতে দেখা যায়, সিঁথিতে সিঁদুর পরে আছেন এই অভিনেত্রী।
কনিষ্কা তার বিয়ের পোস্ট দেওয়ার পর অনেকে প্রশংসা করছেন। তবে নেটিজেনদের বড় অংশ তাকে কটাক্ষ করে মন্তব্য করছেন। গুরমিত সিং লিখেছেন, ‘বিখ্যাত হওয়ার জন্য এই পথ বেছে নিয়েছেন! যদি একাই থাকতে চান তবে থাকুন; শুধু শুধু কেন এসব নাটক করছেন। এটা বাস্তব জীবন, আপনার টিভি সিরিয়াল না।’
শাশ্বত নামে একজন লিখেছেন, ‘আপনি একা থাকতে চাইলে থাকুন। কিন্তু এটিকে বিয়ে বলবেন না। একা একা এসব আচার-অনুষ্ঠান করবেন না। আপনি মানুষের মনোযোগ আকর্ষণের জন্য এসব করছেন।’ আরেকজন লিখেছেন, ‘সস্তা প্রচার।’ রবীন্দ্র নামে একজন লিখেছেন, ‘আপনি ভারতীয় সংস্কৃতিকে অপমান করছেন। কারণ আপনি পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করছেন।’ এছাড়া অনেকে কনিষ্কাকে ‘খারাপ ভাষায়’ মন্তব্য করেছেন।
বিয়েকে কেন্দ্র করে নেতিবাচক মন্তব্য নিয়ে আরেকটি পোস্ট দিয়েছেন কনিষ্কা। এ ভিডিওতে তিনি বলেন—‘যে পোস্টে আমি বিয়ের কথা জানিয়েছি, সেটিতে প্রচুর আজগুবি মন্তব্য দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন আমি বিজ্ঞানকে পরোয়া করিনি। আমার যৌন জীবন নিয়েও জানতে চাওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বিজ্ঞান আর প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে। যৌনতার জন্য এখন মহিলাদের পুরুষের প্রয়োজন নেই।’
গুজরাটের এক রক্ষণশীল পরিবারের মেয়ে কনিষ্কা। আগাগোড়াই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। কিন্তু সেসব ভেঙে গেছে। এ বিষয়ে কনিষ্কা বলেন, ‘জীবনে এমন কোনো পুরুষ দেখিনি যে নিজের কথা রেখেছে। তারা কখনো কথা রাখে না। তাই মনে হয়েছে পুরুষ সঙ্গী ছাড়াই জীবন কাটাতে পারব। আধুনিক প্রযুক্তিকে ধন্যবাদ। আমি অর্থ উপার্জন করি। স্বাবলম্বী। নিজের স্বপ্ন আর প্রয়োজন, দুই-ই পূরণ করতে পারব।’
দাম্পত্য জীবনের প্রধান বিষয় বিশ্বাস ও সততা। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘বিয়ে মানেই শুধু যৌনতা নয়; বৈবাহিক সম্পর্কে বিশ্বাস-সততা থাকা জরুরি। কিন্তু সেই বিশ্বাস হারিয়ে ফেলেছি। তাই একা থাকার সিদ্ধান্ত।’
প্রায় এক দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত কনিষ্কা। ‘দিয়া অউর বাতি’, ‘দেব কা দেব...মহাদেব’, ‘পবিত্র রিশতা’, ‘মহাভারত’, ‘সঙ্কটমোচন মহাবলী হনুমান’, ‘কুলফিকুমার বাজেওয়ালা’-এর মতো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। তা ছাড়াও তেলুগু, তামিল ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।