নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে আজ বুধবার দুপুরে বাংলাদেশে পা রেখেছে নারীরা।
এ বিজয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভাসছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। শোবিজ অঙ্গনের তারকারাও তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এদিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয় করা এই নারী ফুটবলারদের খুব কাছ থেকে দেখেছেন চলচ্চিত্র অভিনেত্রী ও উপস্থাপিকা জাহারা মিতু।
জাহারা মিতু এখন চলচ্চিত্রে নিয়মিত হলেও তিনি ‘বঙ্গমাতা গোল্ডকাপ’ উপস্থাপনা করেছেন। মিতু রাইজিংবিডিকে বলেন, ‘আমি এই ফুটবলারদের খুব কাছ থেকে দেখেছি। কারণ বঙ্গমাতা গোল্ডকাপ আমি যখন উপস্থাপনা করি তখন এই টিমের সাত থেকে আটজন খেলেছেন। তাদের সঙ্গে সেসময় দেখা করার সুযোগ হয়েছে। সেই কাছ থেকে দেখা মেয়েগুলো যখন আন্তর্জাতিক শিরোপা নিয়ে আসে সেটা আমার জন্য অনেক আনন্দের। আমার পরিচিত কারো হাতে ট্রফি দেখতে পাচ্ছি, এটা কত আনন্দের তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।’
এই নায়িকা আরো বলেন, ‘আন্তর্জাতিক শিরোপা জয়ের উদযাপনটা কিন্তু অন্যরকম। আমি বললো এটা শুধু আমি না, পুরো বাংলাদেশের জন্য আনন্দের এবং খুশির খবর। আমার মনে হচ্ছে আমার পরিবারের কেউ এই শিরোপা নিয়ে এসেছে।’
মডেল-অভিনেত্রী জাহারা মিতু ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন। চলচ্চিত্রে নাম লেখান শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমার মাধ্যমে। এরপর দেবের বিপরীতে অভিনয় করেন তিনি। এই নায়িকার বাপ্পির বিপরীতে ‘জয় বাংলা’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।