‘লাং মেটাস্টাসিস’ ক্যানসারে আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো. অনিক ইসলাম। তিনি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০১-২০০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, গত বছর কিডনিতে টিউমার ধরা পড়ে অনিকের। পরে জরুরিভিত্তিতে সার্জারি করে টিউমারসহ তার বাম কিডনি ফেলে দেওয়া হয়। তারপর গত বছরের জুলাই মাসে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। বর্তমানে চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালের অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. টি. রাজার তত্ত্বাবধানে ইমিউনিটি থেরাপি শুরু করছেন তিনি।
এ বিষয়ে অনিক ইসলাম বলেন, এক বছর ধরে আমার সার্জারি, ফলো-আপ চিকিৎসায় অনেক টাকা খরচ করতে হয়েছে। এখন আবার ইমিউনিটি থেরাপি দিতে হবে। ইতোমধ্যেই আমাদের সঞ্চয়ের সব শেষ হয়ে গেছে। তাই কি করবো বুঝে উঠতে পারছি না।
তিনি আরও বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মোট ১৬টি ডোজ ইমিউনিটি থেরাপি নিতে হবে। এই ডোজগুলোর ব্যয় অনেক বেশি। তাতে প্রায় ১ কোটি টাকা লাগবে। এর মধ্যে প্রথম ৬টি ডোজের টাকা পরিবার জোগাড় করেছে। এখন বাকি ১০টি ডোজের জন্য ৬৫ লাখ টাকার প্রয়োজন। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য ক্যানসারের চিকিৎসার মতো এত ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা কঠিন। তাই তার চিকিৎসায় সর্বস্তরের মানুষের কাছ থেকে সহযোগিতা কামনা করেন অনিক, তার পরিবার এবং সহপাঠীরা।
চিকিৎসা সহযোগিতা পাঠাতে চাইলে ০১৬৮০৭৯৮৮৩৮ (তানিয়া), ০১৯২৯২৫৮৩৩৪ (রাহবার), নগদ, বিকাশ ও রকেটে। এছাড়া নগদে ০১৭০৪৯৬১৬৬৯ (তন্ময়) এবং বিকাশে ০১৯১১৬২৩৫১২ (মিজান) নম্বরে সহযোগিতা প্রদান করা যাবে। পাশাপাশি ডাচ বাংলা ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা, অ্যাকাউন্ট নম্বর ১৩৮১০১০০২৯৭৬৭ (মিজানুর রহমান) নম্বরে সহযোগিতা পাঠানো যাবে।