চোখ প্রতিস্থাপনে যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানে অনন্য অর্জন

ডেস্ক রিপোর্ট
  ১৩ নভেম্বর ২০২৩, ১১:৪৯

প্রথমবারের মতো পুরো চোখ প্রতিস্থাপনে সফল হয়েছে যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিজ্ঞানীরা। নিউইয়র্কের একদল চিকিৎসক এ অসম্ভবকে সম্ভব করে চিকিৎসাজগতে এটিকে অনন্য একটি অর্জন নিশ্চিত করলেন।
অ্যারন জেমস, ৪৬ নামের এক পুরুষ রোগীর বাঁ চোখ প্রতিস্থাপন করেছেন চিকিৎসকেরা। অপর ব্যক্তির দান করা চোখ জেমসের চোখে বসানো হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে জেমসের অপটিক নার্ভ, রক্ত সঞ্চালনপ্রক্রিয়াসহ বাঁ চোখ ও মুখের কিছু অংশ প্রতিস্থাপন করা হয়।
তবে জেমস এখন চোখে দেখতে পারবেন কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি।
২০২১ সালের জুনে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছিলেন জেমস। প্রাণে বাঁচলেও বাঁ চোখে দৃষ্টিশক্তি হারান তিনি। সেই সঙ্গে বাঁ হাতের কনুই, নাক, ঠোঁট, সামনের দাঁত, গাল ও চিবুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পরে নিউইয়র্কের এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথে ভর্তি করা হয় জেমসকে। এটি মুখমণ্ডল প্রতিস্থাপনের জন্য সুপরিচিত একটি হাসপাতাল। গত ২৭ মে সেখানে জেমসের চোখ প্রতিস্থাপনের অস্ত্রোপচার হয়।
প্রতিস্থাপন প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন চিকিৎসক এদুয়ার্দো রদ্রিগেজ। তিনি বলেন, এটা চিকিৎসাবিজ্ঞানে দারুণ একটি ঘটনা। প্রাণীর দেহে কিছু ক্ষেত্রে সফল হলেও এর আগে কোনো জীবিত মানুষের পুরো চোখ প্রতিস্থাপনের ঘটনা ঘটেনি।
চোখ প্রতিস্থাপনের প্রক্রিয়াটি দীর্ঘ ও সময়সাপেক্ষ। চিকিৎসকেরা বলেছেন, জেমস এখনো চোখে দেখতে পারছেন না। তবে ধীরে ধীরে তিনি বাঁ চোখে দৃষ্টিশক্তি ফিরে পাবেন, এমনটাই তাঁদের প্রত্যাশা।