আমেরিকার জাতীয়ভিত্তিক ৫০টি সেরা হাইস্কুলের মধ্যে দু’টি নিউইয়র্ক সিটি থেকে স্থান পেয়েছে। একটি স্টাইভস্যান্ট হাই্স্কুল অব সাইন্স (২৬ নম্বর) এবং হাইস্কুল অব ম্যাথ সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিটি কলেজ অব নিউইয়র্ক (৩৬নম্বর)। ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্ট এই রেটিং প্রকাশ করেছে গত মঙ্গলবার।
এছাড়াও আরো ২৩টি ন্যাশনাল র্যাংকে উঠে এসেছে, যদিও তারা সিরিয়ালে অনেক পিছনে। অন্য স্কুলগুলো হলো সাকসেস একাডেমি চার্টার স্কুল হারলেম (১১৬নম্বর), এলিনর রুজভেল্ট হাই্স্কুল (১১২নম্বর) কলাম্বিয়া সেকেন্ডারি স্কুল (১৩৭ নম্বর) হাইস্কুল ফর ডুয়েল ল্যা্গংুয়েজ এন্ড এশিয়ান স্ট্যাডিজ (১৫৭), নিউ এক্সপ্লোরেশন্স ইন্্টু স্ইান্স, টেক এন্ড ম্যাথ হাইস্কুল (১৬৩), ম্যানহাটান হান্টার সাইন্স হাইস্কুল (২২৩), বারুক কলেজ ক্যাম্পাস হাইস্কুল (২৫১), দ্য ক্লিনটন স্কুল (২৭১), ম্যানহাটান সেন্টার ফর সাইন্স এন্ড ম্যাথমেটিকস (২৮৭), মিলোনিয়াম হাইস্কুল (২৯২), স্পেশাল মিউজিক স্কুল (৩৫২), বিকন হাইস্কুল (৩৯৩), সেন্ট্রাল পার্ক ইস্ট হাইস্কুল (৪১১), হারলেম ভিলেজ একাডেমি ওয়েস্ট চার্টার স্কুল (৪৮৩), এনওয়াইসি ল্যাব হাইস্কুল ফর কোলাবরেটিভ স্ট্যাডিস (৫৬৮), ম্যানহাটান ভিলেজ একাডেমি (৫৮৪), ইস্ট সাইড কম্যুনিটি স্কুল (৬৯২), এনওয়াইসি মিউজিয়াম স্কুল (৭০৯) এবং হিউম্যানিটিজ প্রিপ্যারেটরি একাডেমি (৮০৪)।